Type Here to Get Search Results !

দলমত নির্বিশেষে সকল অংশের মানুষের কল্যাণে সরকার কাজ করছে ঃ শ্রমমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


সরকারি প্রকল্প ও পরিষেবার সুযোগ রাজ্যের সমস্ত অংশের মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। এই কাজ সরকার স্বচ্ছতার সাথে নিরপেক্ষতা বজায় রেখে করছে। দলমত নির্বিশেষে সকল অংশের মানুষের কল্যাণে সরকার কাজ করছে। শনিবার কুমারঘাটের মানসী মিলনায়তনে ঊনকোটি জেলাভিত্তিক লাভার্থী সম্মেলনের উদ্বোধন করে শ্রমমন্ত্রী ভগবান চন্দ্র দাস একথা বলেন। লাভার্থী সম্মেলনে জেলার উপকৃত সুবিধাভোগীগণ অংশ নেন। সম্মেলনের উদ্বোধন করে শ্রমমন্ত্রী আরও বলেন, কেন্দ্রীয় সরকার কৃষকের কল্যাণ ও কৃষির উন্নয়নে বিভিন্ন প্রকল্প নিয়েছে। রাজ্যে এসমস্ত প্রকল্পের সুবিধা কৃষকদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। রাজ্য সরকারও কৃষকদের উৎপাদিত ফসল বাজারজাত ও রপ্তানীর সুযোগ করে দেওয়ার উদ্যোগ নিয়েছে। কৃষকদের কাছ থেকে ন্যূনতম সহায়ক মূল্যে ধান ক্রয় করছে।

তিনি বলেন, গ্রামীন মহিলাদের স্বনির্ভর করে তুলতেও সরকার অগ্রাধিকার দিয়েছে। স্বসহায়ক দলের মাধ্যমে মহিলা সদস্যাদের বিভিন্ন অর্থনৈতিক প্রক্রিয়ায় যুক্ত করে তাদের স্বনির্ভর করে তোলা হচ্ছে। অনুষ্ঠানে ঊনকোটি জিলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস বলেন, সরকারের বিভিন্ন প্রকল্প থেকে সুবিধা পেয়ে যারা উপকৃত হয়েছেন তাদেরকে নিয়েই এই লাভার্থী সম্মেলনের আয়োজন করা হয়েছে। এধরণের সম্মেলন রাজ্যে এই প্রথম হচ্ছে। তিনি বলেন, রাজ্য সরকারের সমস্ত প্রকল্প ও পরিষেবা গরীব মানুষের জন্য। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঊনকোটি জেলা চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারপার্সন রেবা দাস। সভাপতিত্ব করেন ঊনকোটি জিলা পরিষদের সহকারি সভাধিপতি শ্যামল কুমার দাস। স্বাগত বক্তব্য রাখেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের জেলা পরিদর্শক দীপকলাল সাহা। উপস্থিত ছিলেন উনকোটি জেলার জেলাশাসক ডা. বিশাল কুমার। কুমারঘাট মহকুমার মহকুমা শাসক সুব্রত কুমার দাস, সমাজসেবী কার্তিক দাস প্রমুখ। জেলা প্রশাসন, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা এবং শ্রম দপ্তর আয়োজিত জেলাভিত্তিক লাভার্থী সম্মেলনে বিভিন্ন দপ্তর থেকে ২০টি স্টল খুলে মানুষকে পরিষেবা প্রদান করা হয়। অতিথিগণ স্টলগুলি পরিদর্শন করেন। সম্মেলনে লাভার্থীদের সাথে শ্রমমন্ত্রী ভগবান চন্দ্র দাস মতবিনিময় করেন।


আরশিকথা ত্রিপুরা সংবাদ


ছবিঃ সংগৃহীত

২৬শে নভেম্বর ২০২২

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.