Type Here to Get Search Results !

রাজ্যের প্রথম ড্রোন প্রযুক্তি কেন্দ্রের উদ্বোধন করলেন : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


উন্নত প্রযুক্তির ব্যবহার বিকাশের পথকে সুগম করে। প্রযুক্তির ব্যবহার ছাড়া বিকাশের পথ ত্বরান্বিত হবে না। শুক্রবার নরসিংগড়স্থিত ত্রিপুরা ইনস্টিটিউট অব টেকনোলজিতে (টিআইটি) রাজ্যের প্রথম ড্রোন প্রযুক্তি কেন্দ্রের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা একথা বলেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দৃষ্টিভঙ্গি হচ্ছে প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে উন্নত ভারত গড়ে তোলা। এই লক্ষ্যেই রাজ্য সরকারও কাজ করছে। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের উদ্যোগে ‘আমার সরকার” ওয়েব পোর্টালের কথা তুলে ধরেন। মুখ্যমন্ত্রী বলেন, এই ওয়েব পোর্টালের মাধ্যমে জনকল্যাণমূলক প্রকল্পগুলিকে বাস্তবায়িত করা আরও সহজ হবে। পাশাপাশি সরকারের সঙ্গে জনগণের সুসম্পর্কের সেতু বন্ধন করবে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরার প্রথম টেকনিক্যাল ইনস্টিটিউট হলো বর্তমানের ত্রিপুরা ইনস্টিটিউট অব টেকনোলজি। পূর্বে এই প্রতিষ্ঠানটি পলিটেকনিক ইনস্টিটিউট হিসেবে পরিচিত ছিল। তিনি বলেন, বর্তমান সরকারের সময় রাজ্যে শিক্ষার একটি পরিবেশ সৃষ্টি হয়েছে। রাজ্যের ছাত্রছাত্রীরা তাদের উদ্ভাবনী প্রতিভার বিকাশের সুযোগ পাচ্ছে। এই ড্রোন প্রযুক্তি কেন্দ্রের উদ্বোধন রাজ্যে গুণগত শিক্ষাক্ষেত্রে একটি নতুন পালক।

মুখ্যমন্ত্রী আরও বলেন, ড্রোন প্রযুক্তিকে বর্তমানে কৃষি, স্বাস্থ্য সহ বিভিন্ন প্রকল্প ও পরিষেবা বাস্তবায়নে কাজে লাগানো হচ্ছে। এমনকি নিরাপত্তা রক্ষার ক্ষেত্রেও এই প্রযুক্তির ব্যবহার হচ্ছে। আগামীদিনে এই ড্রোন প্রযুক্তিকে কাজে লাগিয়ে রাজ্যেরও উন্নতিসাধন হবে বলে মুখ্যমন্ত্রী আশা ব্যক্ত করেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, ড্রোন প্রযুক্তিকে কাজে লাগিয়ে জনমুখী প্রকল্পগুলির স্বচ্ছতা আরও বেশি করে সুনিশ্চিত করা সম্ভব। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ বলেন, উন্নয়নের ক্ষেত্রে এখন ড্রোন প্রযুক্তি একটি উল্লেখযোগ্য ভূমিকা নিচ্ছে। কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, সুরক্ষা, নজরদারির ক্ষেত্রে প্রয়োজন অনুসারে ড্রোন প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। শিক্ষামন্ত্রী বলেন, রাজ্যের এই প্রথম ড্রোন প্রযুক্তি কেন্দ্রের উদ্বোধন প্রযুক্তি ক্ষেত্রে রাজ্যের জন্য একটি উল্লেখযোগ্য অধ্যায়। শিক্ষামন্ত্রী শ্রীনাথ আশা ব্যক্ত করেন এই ড্রোন প্রযুক্তিকে কাজে লাগিয়ে আগামী দিনে রাজ্যের উন্নয়ন ত্বরান্বিত হবে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন টিআইটির অধ্যক্ষ প্রফেসর (ডা.) শেখর দত্ত। এছাড়াও বক্তব্য রাখেন বিধায়ক কৃষ্ণধন দাস। উপস্থিত ছিলেন শিক্ষা দপ্তরের সচিব শরদিন্দু চৌধুরী এবং উচ্চশিক্ষা অধিকর্তা এন সি শর্মা। উদ্বোধনী অনুষ্ঠানের পর মুখ্যমন্ত্রী ড্রোন প্রযুক্তি কেন্দ্রটি পরিদর্শন করেন।


আরশিকথা ত্রিপুরা সংবাদ


ছবিঃ সংগৃহীত

২৫শে নভেম্বর ২০২২
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.