Type Here to Get Search Results !

পি এম পোষণ প্রকল্পে রাজ্যে কর্মরত কুক কাম হেল্পারদের মাসিক ভাতা বৃদ্ধি

নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


পি এম পোষণ প্রকল্পে রাজ্যে কর্মরত কুক কাম হেল্পারদের মাসিক ভাতা ৫০০ টাকা বৃদ্ধি করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় মহাকরণে এক সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ এই ভাতা বৃদ্ধির কথা জানিয়েছেন। সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, রাজ্যের বিভিন্ন সরকারি বিদ্যালয়, অনুদানপ্রাপ্ত বিদ্যালয়, মাদ্রাসায় ১১ হাজার ১০৭ জন কুক কাম হেল্পার কর্মরত রয়েছেন। এতদিন প্রত্যেক কুক কাম হেল্পারদের মাসিক সান্মাষিক ভাতা ছিল ১৫০০ টাকা। এর মধ্যে কেন্দ্রীয় সরকার ৯০০ টাকা এবং রাজ্য সরকারের পক্ষ থেকে ৬০০ টাকা দেওয়া হতো। বর্তমানে ৫০০ টাকা বৃদ্ধি করার ফলে রাজ্য সরকার মাসিক ১১০০ টাকা এবং কেন্দ্রীয় সরকার ৯০০ টাকা মিলে মোট ২০০০ টাকা ভাতা দেওয়া করা হবে।

সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী শ্রীনাথ জানান, ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে বর্ধিত এই ভাতা কার্যকর হবে। এর ফলে সরকারের বছরে বাড়তি খরচ হবে ৫ কোটি ৫৫ লক্ষ টাকা। রাজ্যে বর্তমানে ৩ লক্ষ ১৯ হাজার ৮৬ জন ছাত্রছাত্রী মিড ডে মিলের আওতায় রয়েছে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শ্রীনাথ জানান, মিড ডে মিল প্রকল্প ভালভাবেই চলছে। তবে ধলাই জেলায় ব্রেকফাস্ট প্রকল্প পাইলট প্রজেক্ট হিসাবে চালু করা হয়েছে। এর সফলতা পাওয়া গেলে সারা রাজ্যেই এটি চালু করা যেতে পারে। তিনি বলেন, কাজের মাধ্যমেই এই সরকার জনগণের কাছে পৌঁছে যাচ্ছে।


আরশিকথা ত্রিপুরা সংবাদ


ছবিঃ সংগৃহীত

২৫শে নভেম্বর ২০২২
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.