এসটিজিটি উত্তীর্ণরা চাকরির জন্য হন্যে হয়ে ঘুরছে। ওরা একবার যাচ্ছে অর্থমন্ত্রীর কাছে, তো একবার যাচ্ছে শিক্ষামন্ত্রীর কাছে। মঙ্গলবার ফের একবার অর্থমন্ত্রীর কাছে যায় শিক্ষা দপ্তরের থেকে ফাইল এসেছে কিনা তা জানার জন্য।
অর্থমন্ত্রী যীষ্ণু দেববর্মা না করলে এরা ফিরে আসে শিক্ষামন্ত্রী রতন নান নাথের বাড়ির সামনে। তারা জানতে চায় কেন শিক্ষা দপ্তর থেকে ফাইল এখনো অর্থমন্ত্রীর কাছে পাঠানো হলো না অর্থ দপ্তরের অনুমোদনের জন্য।কিন্তু সেখানে গিয়ে পুলিশের বাধার মুখে পড়তে হয় তাদের। এসটিজিটি উত্তীর্ণরা রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকে। শেষ পর্যন্ত পুলিশ অস্থায়ীভাবে আটক করে নিয়ে যায় তাদের। তবে এদিন আন্দোলনকারীরা সংখ্যায় বেশি ছিলেন না। তাদের দাবি একটাই, অবিলম্বে যেন এসটিজিটি উত্তীর্ণ সবাইকে একই সঙ্গে নিয়োগ করা হয়।আরশিকথা ত্রিপুরা সংবাদ
ছবিঃ সংগৃহীত
২২শে নভেম্বর ২০২২