কম খরচে বাংলাদেশ ভ্রমণের সুযোগ। শ্যামলী এন আর ট্রাভেলস এর তরফে এ সুযোগ এনে দেওয়া হয়। সোমবার প্রথম দিন আগরতলা থেকে বাংলাদেশ গেলেন ৩৮ জন যাত্রী।
তাতে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় বাংলাদেশ সহকারি হাইকমিশনের কার্যালয় এবং বিআরটিসি।
এদিন যাত্রীদের শুভেচ্ছা জানান সহকারি হাইকমিশনার আরিফ মুহাম্মদ ও ত্রিপুরা সড়ক পরিবহন নিগমের চেয়ারম্যান অভিজিৎ দেব। কৃষ্ণনগর সিটি টিআরটিসি এর কার্যালয় থেকে অনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে শ্যামলী এন আর ট্রাভেলস এর বাসটি। ১৪ হাজার টাকায় ৬ দিন বাংলাদেশ ভ্রমণের সুযোগ পেয়ে খুশি যাত্রীরা।ধন্যবাদ জানানোর পাশাপাশি বাংলাদেশে সবাইকে আগাম স্বাগত জানান সহকারি হাইকমিশনার আরিফ মুহাম্মদ। তিনি বলেন, দুই বাংলার মানুষই এক। কাঁটাতারের বেড়া আছে জমিতে। আমাদের হৃদয়ে নেই।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
২১শে নভেম্বর ২০২২