'ত্রিপুরা বাঁচাও, ভারত জোড়ো' আন্দোলন কর্মসূচির দ্বিতীয় দিনে পদযাত্রা হয় বড়জলা বিধানসভা কেন্দ্রে। তাতে অংশ নেন বিধায়ক সুদীপ রায় বর্মন, কংগ্রেসের এসসি সেলের চেয়ারম্যান নিরঞ্জন দাস, স্থানীয় কংগ্রেস নেতা পঞ্চম মিশ্রসহ অন্যান্যরা।
রবিবারের এই কর্মসূচিতে দলীয় কর্মী সমর্থকরা বেশ উৎসাহের সঙ্গে অংশ নেন। বিশেষ করে যুবাদের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়। বড়জলা কেন্দ্রে এমনিতেই কংগ্রেসের একটা শক্ত ভীত রয়েছে। এখন পুরনো কর্মীরা দলে ফিরছেন এবং যুবারাও দলীয় কর্মসূচিতে অংশ নেওয়ায় স্বাভাবিক ভাবেই ভালো সাড়া পরিলক্ষিত হয়।এদিকে বনমালিপুর কেন্দ্রেও 'ত্রিপুরা বাঁচাও, ভারত জোড়ো' স্লোগান দিয়ে পথযাত্রা করে কংগ্রেস। বনমালীপুর ব্লক কংগ্রেসের উদ্যোগে একই দিনে এই কর্মসূচি হয়। স্থানীয় কংগ্রেসের কর্মী সমর্থকরা এই পথযাত্রায় অংশ নেন।আরশিকথা ত্রিপুরা সংবাদ
ছবিঃ সুমিত কুমার সিংহ
২০শে নভেম্বর ২০২২