বুনিয়াদি শিক্ষা দপ্তরের অধীনে আজ ৪৫৩ জনকে বিভিন্ন পদে পোস্টিং দেওয়া হয়েছে। এরমধ্যে স্নাতক পর্যায়ে শিক্ষক রয়েছেন ২৪৮ জন, অস্নাতক শিক্ষক রয়েছেন ১৯৬ জন, এলডিসি পদের কর্মী রয়েছেন ৪ জন এবং গ্রুপ ডি পদের কর্মী রয়েছেন ৫ জন। শনিবার সচিবালয়ে শিক্ষামন্ত্রীর অফিস কক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ এ সংবাদ জানান।
তিনি জানান, এছাড়াও ত্রিপুরা সরকারি আইন কলেজে অ্যাসিস্টেন্ট প্রফেসর পদের জন্য ৯ জনকে অফার দেওয়া হয়েছে। তাছাড়াও সরকারি সাধারণ ডিগ্রি কলেজের জন্য ৩১ জনকে অ্যাসিস্টেন্ট প্রফেসর পদে অফার দেওয়া হয়েছে।আরশিকথা ত্রিপুরা সংবাদ
ছবিঃ সুমিত কুমার সিংহ
৫ই নভেম্বর ২০২২