Type Here to Get Search Results !

রোহিত-কোহলিরা ঢাকায়

আবু আলী

ঢাকা, আরশিকথা ।।


ফুটবল বিশ্বকাপের ডামাডোলের মধ্যেই ক্রিকেটের উত্তাপ ছড়াতে বাংলাদেশ সফরে এসেছে ভারত। দ্বিপক্ষীয় এ সফরে তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলবে কোহলি-রোহিতরা।

জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ভারতীয় ক্রিকেট দল। কাল থেকে অনুশীলন শুরু করবে ভারত।

আগামী ৪ ডিসেম্বর মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে প্রথম ওয়ানডে মাঠে গড়াবে। ৭ ডিসেম্বর হবে দ্বিতীয় ওয়ানডে। ১০ ডিসেম্বর তৃতীয় ও শেষ ওয়ানডে হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। একই ভেন্যুতে ১৪ ডিসেম্বর শুরু হবে টাইগার ও ভারতীয়দের প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট হবে ঢাকার মিরপুরে।


ভারতের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে দল

ততামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, এনামুল হক, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, ইয়াসির আলী, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, এবাদত হোসেন, নাসুম আহমেদ, মাহমুদউল্লাহ, নাজমুল হোসেন, নুরুল হাসান।


ভারতের ওয়ানডে স্কোয়াড

রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, রজত পতিদার, শ্রেয়াস আইয়ার, রাহুল ত্রিপাঠি, রিশভ পন্ত (উইকেটরক্ষক), ইশান কিশান (উইকেটরক্ষক), শাহবাজ আহমেদ, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি, মোহম্মদ সিরাজ, দীপক চাহার ও কুলদীপ সেন।


আরশিকথা বাংলাদেশ সংবাদ

১লা ডিসেম্বর ২০২২

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.