জেআরবিটি পরিচালিত গ্রুপ-সি ও গ্রুপ-ডি পদের লিখিত পরীক্ষার ফলাফল গতকাল রাতে প্রকাশ করা হয়েছে। রাতেই দপ্তরের নিজস্ব ওয়েবসাইটে লিখিত পরীক্ষার ফল আপলোড করা হয়েছে। বৃহস্পতিবার সচিবালয়ে প্রেস কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনে তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী এ সংবাদ জানান। সাংবাদিক সম্মেলনে তথ্য ও সংস্কৃতি মন্ত্রী জানান, গ্রুপ-সি এবং গ্রুপ-ডি'র ৪ হাজার ৯১০টি পদের জন্য গত বছরের আগস্ট মাসে লিখিত পরীক্ষা নেওয়া হয়েছিল। তাতে প্রায় ১ লক্ষ ৩১ হাজার জন পরীক্ষায় বসেছিল। এরমধ্যে গ্রুপ-সি এবং গ্রুপ-ডি পদের জন্য প্রায় ২৪ হাজারের উপর পরীক্ষার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। গ্রুপ-সি-এর ক্ষেত্রে ১ ৪ ৩ আনুপাতিক হারে এবং গ্রুপ-ডি-এর ক্ষেত্রে ১৬ আনুপাতিক হারে লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। সাংবাদিক সম্মেলনে তথ্য ও সংস্কৃতি মন্ত্রী আরও জানান, গ্রুপ সি-এর মোট পদ রয়েছে ২ হাজার ৪১০টি। এরমধ্যে এলডিসি পদ ১ হাজার ৫০০টি, এগ্রি অ্যাসিস্টেন্ট (টিএএফএস গ্রেড-III বাদে) ৪৬৫টি, জুনিয়র অপারেটর পাম্প ২৩৬টি এবং জুনিয়র মাল্টি টাস্কিং অপারেটর পদ রয়েছে ২০৯টি। গ্রুপ ডি-এর ক্ষেত্রে পদ রয়েছে ২ হাজার ৫০০টি।
তিনি জানান, খুব শীঘ্রই পরবর্তী প্রক্রিয়া দপ্তরের মাধ্যমে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে। এর আগে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের নথিপত্র দপ্তরের মাধ্যমে যাচাই করা হবে। এক্ষেত্রে পিআরটিসি-কে প্রাধান্য দেওয়া হবে বলে রাজ্য সরকার ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে। তথ্য ও সংস্কৃতি মন্ত্রী জানান, রাজ্যের বর্তমান সরকার শুরু থেকেই স্বচ্ছতায় বিশ্বাসী। জেআরবিটি'র লিখিত পরীক্ষার ফলাফল ঘোষনা স্বচ্ছ নিয়োগ নীতিরই প্রতিফলন হয়েছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সকল পরীক্ষার্থীকে আগামীদিনের জন্য শুভেচ্ছা জানান তথ্য ও সংস্কৃতি মন্ত্রী। সাংবাদিক সম্মেলনে দপ্তরের সচিব অভিষেক সিং জানান, প্রায় ১ লক্ষ ৩১ হাজারের উপর পরীক্ষার্থী লিখিত পরীক্ষায় বসেছিল। এরমধ্যে ২৪ হাজারের অধিক পরীক্ষার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। দপ্তরের দুইটি ওয়েবসাইট www.jrbtripura.com এবং www.employment.tripura.gov.in এই ফল প্রকাশ করা হয়েছে। সাংবাদিক সম্মেলনে শ্রমমন্ত্রী ভগবান চন্দ্র দাস ও জেআরবিটি'র চেয়ারম্যান অদিতি মজুমদার উপস্থিত ছিলেন।আরশিকথা ত্রিপুরা সংবাদ
ছবিঃ সুমিত কুমার সিংহ
১লা ডিসেম্বর ২০২২