একটা মেঘমুক্ত আকাশ দেখবো বলে
বহুকালধরে অপেক্ষায় আছি ,
যখনি তাকাই
হয়তো মেঘ নয়তো শুকুন আকাশটাকে ঘিরে থাকতে দেখি ,
আকাশ রং বদলায়না
কে যেনো তার অজান্তেই সবকিছুই পাল্টে দেয়
এই রকমফেরে আমি বিব্রত হই ,
মাঝে মাঝে তাকে ভীষণ বিষন্ন মনে হয়
মনে হয় আজন্ম চাপা কষ্ট বুকে নিয়ে হেলান দিয়ে ঠাঁই দাঁড়িয়ে আছে ,
আকাশের এ বিরহ যন্ত্রণার কথা শুনতে চেয়ে মাঝে মাঝে পূর্ণিমার চাঁদ ডাক পাঠায় ,
অভিমানী আকাশ নিরুত্তর থেকে যায় সহজ সরল অবুঝের মতো |
রাত শেষে সকালের সূর্য্য দেখে আমি প্রায়শই ভুল করি
কাঙ্খিত আকাশটা আর দেখতে পাইনা ,
পুরুটা আকাশ জুড়ে সাম্রাজ্যবাদের কঠিন থাবা অক্টপাসের মতো বিস্তারিত ,
তাইতো বর্ষায় নিরুপায় হয়ে ভীষণ কাঁদে
কখনো কখনো ঝড়ের মতো তীব্র প্রতিবাদ করে ,
কাঠফাটা রুদ্দুরে নিজেকে শানিত করে
আবার কখনো শান্ত হয়ে শীতল চাদর বিছায়
শীতের বিকেলে |
- সেন্টু রঞ্জন চক্রবর্তী