ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালন করল প্রদেশ কংগ্রেস। এই উপলক্ষ্যে কংগ্রেসের সামনে হয় মূল অনুষ্ঠান। বুধবার সকালের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এআইসিসি'র প্রতিনিধি ডঃ অজয় কুমার, কেন্দ্রীয় নেতৃত্ব জরিতা লেতফলাঙ্গ, দলের প্রবীণ নেতৃত্ব সমীর রঞ্জন বর্মণ, বিধায়ক সুদীপ রায় বর্মণ, প্রাক্তন বিধায়ক আশীষ কুমার সাহাসহ অন্যান্যরা। এই বছর ১৩৮ তম প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। জাতীয় পতাকা, দলীয় পতাকাসহ অন্যান্য শাখা সংগঠনগুলির পতাকা উত্তোলন করা হয়।
তারপর উপস্থিত সবাই জাতীয় কংগ্রেসের নেতৃত্বদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান। এখান থেকে কংগ্রেস নেতারা যান গান্ধীঘাটে। সেখানে শহীদদের পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।
ডঃ অজয় কুমার বলেন, রাজ্যে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কংগ্রেসই হচ্ছে বিকল্প। দেশ ও জনগণের স্বার্থে কংগ্রেস বরাবরই আত্মত্যাগ করে আসছে। দেশের মানুষ কংগ্রেসের সঙ্গে আছেন বলে দাবি করেন তিনি।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
ছবিঃ সুমিত কুমার সিংহ
২৮ ডিসেম্বর ২০২২