বনমালীপুরবাসী তৃণমূল কংগ্রেসকে চায়- এই স্লোগানকে সামনে রেখে বুধবার বনমালীপুর এলাকায় এক মিছিল করে তৃণমূল কংগ্রেস। প্রদেশ তৃণমূলের কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে বনমালীপুর কেন্দ্রের বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিলের পুরোভাগে ছিলেন দলের সভাপতি পীযুষ কান্তি বিশ্বাস।
তিনি দাবি করেন মানুষ এখন তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত হচ্ছে। সিপিএম-কংগ্রেসের যৌথ বিবৃতি প্রসঙ্গে তিনি বলেন, জয়েন্ট মুভমেন্টের কথা বলা হয়েছে, জোটের কথা বলা হয়নি। জোট ঘোষণা হলে তখন প্রতিক্রিয়া দেবেন। তবে বিবৃতিতে যে অভিযোগগুলি তোলা হয়েছে এবং বিজেপি'র অপশাসনের কথা বলা হয়েছে তার সঙ্গে তৃণমূল কংগ্রেস একমত বলে জানান পীযুষ বাবু। তবে ২৫ বছর বামেদের আমলেও রাজ্যে অপশাসন হয়েছিল বলে অভিযোগ করেন তিনি। এখনো পরিস্থিতি একই আছে। তাই মানুষ বিকল্প হিসেবে তৃণমূল কংগ্রেসের ছত্রছায়ায় আসছে বলে দাবি করেন তিনি।
মিছিলে দলের সাংসদ সুস্মিতা দেব, স্থানীয় নেত্রী পান্না দেসহ অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
ছবিঃ সুমিত কুমার সিংহ
২৮ ডিসেম্বর ২০২২