Type Here to Get Search Results !

পুর নিগমের শারদ সম্মান প্রদান অনুষ্ঠান আগামী ৩০ ডিসেম্বর

নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


আগরতলা পুর নিগমের পক্ষ থেকে শারদ সম্মান ২০২২ প্রদান করা হবে আগামী ৩০ ডিসেম্বর। বিভিন্ন ক্যাটাগরিতে মোট ২১ টি পুরস্কার দেওয়া হবে। বুধবার পুর নিগমের কনফারেন্স হলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ খবর জানালেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার। তিনি বলেন, পুরস্কার প্রদান অনুষ্ঠান ঘিরে আয়োজন করা হয়েছে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের। মেয়র দীপক মজুমদার জানান, এই অনুষ্ঠানে প্রধান অতিথি তথা উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের নগরোন্নয়ন দপ্তরের মন্ত্রী মনোজ কান্তি দেব, থাকবেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত। আগরতলা পুর নিগম এলাকার অন্তর্ভুক্ত যে সকল পূজা কমিটি, ক্লাব, সামাজিক সংস্থা দুর্গাপূজা করেছে তাদের মধ্য থেকে সেরার সেরা বেছে নেওয়া হয়েছে। সেরার সেরা পুরস্কার প্রদান করা হবে পাঁচটি। এক্ষেত্রে ক্যাটাগরি ভাগ করে নেওয়া হয়েছে। প্রতিমা তৈরীর ক্ষেত্রে, মন্ডপসজ্জা, আলোকসজ্জা, থিম রচনা এবং মহিলাদের দ্বারা পরিচালিত একটি ক্লাবকে সেরার সেরা হিসেবে বেছে নেওয়া হয়েছে। পুরস্কার হিসেবে সেরার সেরা পাঁচটি সংস্থা কিংবা ক্লাবকে সুদৃশ্য ট্রফিসহ নগদ মূল্য ৫০ হাজার টাকা প্রদান করা হবে। পাশাপাশি পুর নিগমের চারটি জোনে আরো চারটি করে মোট ১৬টি পুরস্কার দেওয়া হবে। এই ১৬ টি ক্লাব কিংবা সংস্থাকে পুরস্কার হিসেবে দেওয়া হবে একটি করে সুদৃশ্য ট্রফি এবং নগদ মূল্য ২৫ হাজার টাকা। মেয়র শ্রী মজুমদার জানান, প্রতিমা তৈরীর ক্ষেত্রে সেরার সেরা হিসেবে বেছে নেওয়া হয়েছে স্ফুলিঙ্গ ক্লাবকে। মন্ডপসজ্জার ক্ষেত্রে পুরস্কার পাচ্ছে আজাদ হিন্দ ক্লাব। আলোকসজ্জায় সেরার সেরা পুরস্কার তুলে নিচ্ছে ঔকতান যুব সংস্থা, মহিলাদের দ্বারা পরিচালিত পূজা কমিটি হিসেবে সেরা পুরস্কারটি পাচ্ছে মা ত্রিনয়নী সামাজিক সংস্থা এবং সেরা থিম হিসেবে বেছে নেওয়া হয়েছে লাল বাহাদুর ব্যয়ামাগারকে।

পুরবাসীদের শারদ সম্মান অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আবেদন জানিয়েছেন মেয়র দীপক মজুমদার। পুরস্কার প্রাপক ক্লাবের কর্মকর্তা এবং সদস্যসহ পুর নিগমের অন্তর্গত সকল ক্লাব সদস্যদের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আবেদন জানান মেয়র।


আরশিকথা ত্রিপুরা সংবাদ


ছবিঃ সুমিত কুমার সিংহ

২৮ ডিসেম্বর ২০২২

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.