বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে আগামী ১৬ ডিসেম্বর বর্ণময় অনুষ্ঠানের আয়োজন করেছে আগরতলা বাংলাদেশ সহকারী হাই কমিশন।আজ আগরতলা বাংলাদেশ সহকারী হাই কমিশন কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সহকারী হাই কমিশার জনাব আরিফ মোহাম্মদ বলেন,সহকারী হাই কমিশন কার্যালয়েই মূল অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী।
প্রথম সচিব জনাব রেজাউল হক চৌধুরী জানান,সকাল ৯ টায় বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন,পরে বানী পাঠ,সকাল ১০ টায় জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ,মুক্তিযুদ্ধের শহীদদের উদ্দেশ্যে নীরবতা পালন এবং বিজয় দিবস উপলক্ষ্যে মনোজ্ঞ আলোচনা সভা অনুষ্ঠিত হবে।পরে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশ ও ত্রিপুরার বিশিষ্ট শিল্পীরা অংশ নেবেন।সাংবাদিক সম্মেলনে প্রথম সচিব জনাব মো.আল আমীনও উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে সকলের উপস্থিতি কামনা করা হয়েছে।আরশিকথা ত্রিপুরা সংবাদ
১৩ই ডিসেম্বর ২০২২
মহান বিজয় দিবস উপলক্ষে সহকারী হাইকমিশন বাংলাদেশ -- এর এক বর্ণাঢ্য অনুষ্ঠানের সাক্ষী হতে পেরে আমি গর্বিত। বাংলাদেশের স্বাধীনতার মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সকল ব্যক্তিত্বদের এবং সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই। মহান বিজয় দিবসে উপস্থিত সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
উত্তরমুছুন