Type Here to Get Search Results !

শ্রীকৃষ্ণ মিশনের প্রয়াত ছাত্রের বাড়িতে প্রদেশ এন এস ইউ আই

নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


শ্রীকৃষ্ণ মিশন স্কুলের ছাত্র প্রয়াত অর্কদীপ মজুমদারের বাড়িতে গিয়ে শোকাহত পরিবার-পরিজনদের পাশে দাঁড়ালো এনএসইউআই।

রবিবার প্রদেশ এনএসইউআই'র সভাপতি সম্রাট রায়ের নেতৃত্বে এক প্রতিনিধিদল প্রয়াত অর্কদীপের বাড়িতে যায়। সম্রাট শোকাহত পরিবারটির পাশে থাকার আশ্বাস দেন এবং ঘটনা সঠিক তদন্তের দাবি জানিয়েছেন।
সম্রাট বলেন, অবিলম্বে যদি অভিযুক্ত দুই শিক্ষক গ্রেফতার না হয় এবং ঘটনার সুষ্ঠু তদন্ত না হয় তাহলে এনএসইউআই আগামীদিনে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে। প্রসঙ্গত পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে শ্রীকৃষ্ণ মিশন স্কুলের দুই শিক্ষক দশম শ্রেণীর ওই ছাত্রের সঙ্গে চরম দুর্ব্যবহার করে। পরবর্তী সময়ে অপমানে আত্মঘাতী হয় ওই ছাত্রটি।


আরশিকথা ত্রিপুরা সংবাদ


ছবিঃ সুমিত কুমার সিংহ

২৫ ডিসেম্বর ২০২২
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.