Type Here to Get Search Results !

প্রীতি তার নীতিকথা ।। কবিতা ।। রবিন কুমার দাস, কলকাতা

।। প্রীতি তার নীতিকথা ।।


বড়দিন মানে হল আমাদের কাছে

ইস্কুল , পড়াশোনা সব ছুটি আছে ,

সারাদিন ফুটবল , ক্রিকেট খেলা

সকালটা কেক খেয়ে শুরু হয় বেলা । 


বড়দিন মানে জানি দিন বড় হয় 

শুনি আজ এ কথাটা মোটে ঠিক নয় ,

ঐদিন এক শিশু বেথেলহেমে

মেরি মা র কোল জুড়ে আসেন নেমে । 


আসলে সে ফুট ফুটে একটি শিশু

শিশুরূপে জন্মায় প্রিয় প্রভু যিশু,

কতো ঘাত , প্রতিঘাতে বদলায় রূপ

অন্যায় দেখে যিশু থাকতনা চুপ । 


প্রীতি তার নীতিকথা ছিল উপদেশ

তাই রাজা ক্রুসে বিঁধে করে দিল শেষ,

তবু যিশু সবাইকে করে দিল মাপ

শেষ নি:শ্বাসে তার ছিলো নাকো চাপ।


- রবিন কুমার দাস, কলকাতা


ছবিঃ সৌজন্যে ইন্টারনেট

২৫ ডিসেম্বর ২০২২

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.