Type Here to Get Search Results !

জাঙ্গালিয়ায় নবনির্মিত বিদ্যুৎ সাবস্টেশনের উদ্বোধন করলেন উপমুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


রাজ্যের প্রতিটি জনপদে বিদ্যুৎ পরিষেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এখন পর্যন্ত রাজ্যে ৪৪টি নতুন বিদ্যুৎ সাবস্টেশন গড়ে তোলা হয়েছে। আরও ৮টি সাবস্টেশন চালু হবে। সোমবার বিশালগড়ের জাঙ্গালিয়ায় নবনির্মিত ৩৩/১১ কেভি ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ সাবস্টেশনের উদ্বোধন করে উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা একথা বলেন। এই সাবস্টেশনটি নির্মাণে ব্যয় হয়েছে ৪ কোটি টাকা। এনএইচআইডিসিএল'র আর্থিক সহযোগিতায় এই সাবস্টেশনটি গড়ে তোলা হয়েছে। বিদ্যুৎ সাবস্টেশনের উদ্বোধন করে উপমুখ্যমন্ত্রী আরও বলেন, রাজ্য সরকারের লক্ষ্য হলো ভোক্তাদের সঠিক বিদ্যুৎ পরিষেবা দেওয়া।

দীর্ঘ বছর ধরেই রাজ্যের বিদ্যুৎ পরিবাহী লাইনগুলি পাল্টানো হয়নি। বর্তমান সরকার সম্পূর্ণ নতুনভাবে লাইনগুলি পাল্টানোর কাজ করছে। স্বচ্ছতার সঙ্গে বর্তমান সরকার কাজ করছে বলেই ঘরে ঘরে বিদ্যুৎ পরিষেবা, পানীয়জলের সুযোগ পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপাহীজলা জিলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, চড়িলাম পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রাখী দাস কর, বিদ্যুৎ দপ্তরের সচিব ব্রিজেশ পান্ডে, টিএসইসিএল'র ম্যানেজিং ডিরেক্টর দেবাশিস সরকার প্রমুখ।


আরশিকথা ত্রিপুরা সংবাদ


ছবিঃ সংগৃহীত

৫ই ডিসেম্বর ২০২২
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.