সরকারি কর্মচারীদের ১২ শতাংশ ডিএ দেওয়ার খুশি নয় প্রদেশ তৃণমূল কংগ্রেস। দলের রাজ্য সভাপতি পীযুষ বিশ্বাস বলেন, কর্মচারীদের যেন সপ্তম বেতন কমিশন দেওয়া হয়। বিজেপির নিজেদের দেওয়া প্রতিশ্রুতি পালন করছে না বলে অভিযোগ করেন তিনি। মঙ্গলবার তৃণমূলের প্রদেশ কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করা হয়। তিনি জানান, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ৭ জানুয়ারি রাজ্যে আসবেন দলের চেয়ারম্যান মমতা ব্যানার্জি এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। প্রথমে এরা উদয়পুর মাতাবাড়িতে পুজো দেবেন। তারপর রবীন্দ্র ভবনের দলীয় কার্যকর্তাদের নিয়ে সম্মেলন করবেন। দলনেত্রী জোটের প্রসঙ্গে পীযুষ বাবু বলেন, এখন জোট করলে হবে না। নিচে তলার কর্মী বা সমর্থকরা তা মেনে নেবে না। সম মনোভাবাপন্ন দলগুলির সঙ্গে জোটের ব্যাপারে আলোচনা চলছে বলে জানান তিনি।
এদিকে এদিন বক্সনগরের ৮১জন ভোটার তৃণমূলে যোগ দিয়েছেন। তাদের মধ্যে অনেকেই বিজেপি, সিপিএম ও তিপ্রা মথা ছেড়ে এসেছেন। নবাগতদের বরণ করে নেন দলের রাজ্য সভাপতি শ্রী বিশ্বাস।আরশিকথা ত্রিপুরা সংবাদ
ছবিঃ সুমিত কুমার সিংহ
২৭ ডিসেম্বর ২০২২