৭৮তম ঐতিহাসিক জনশিক্ষা দিবস পালন করল সিপিএম। এই উপলক্ষ্যে নানা কর্মসূচি পালন করা হয় মঙ্গলবার।
সকালে দলের রাজ্য কার্যালয়ে এই উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে ছিলেন দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীসহ অন্যান্য কার্যকর্তারা। আন্দোলনের প্রতিষ্ঠাতা শহীদ সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান তারা।এদিকে জনশিক্ষা দিবস উদযাপন উপলক্ষ্যে এক আলোচনাসভার আয়োজন করা হয় রবীন্দ্র ভবনে। সেখানে জিতেন্দ্র চৌধুরী ছাড়াও ছিলেন অঘোর দেববর্মা, রাধাচরণ দেববর্মা, তপন চক্রবর্তীসহ অন্যান্য নেতৃত্বরা। বক্তারা জনশিক্ষা আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরার পাশাপাশি রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।জনশিক্ষা আন্দোলন থেকে বর্তমান জাতীয় শিক্ষানীতি পর্যন্ত বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে গিয়ে শ্রী চৌধুরী বর্তমান শাসকদল এবং কেন্দ্র ও রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
ছবিঃ সুমিত কুমার সিংহ
২৭ ডিসেম্বর ২০২২