আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    বাম এবং কংগ্রেসের যৌথ বিবৃতি, জোট প্রায় নিশ্চিত

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


    জল্পনা অনেকদিন ধরেই চলছিল কংগ্রেস এবং বামেদের জোট নিয়ে। জোট ঘোষণা না হলেও মঙ্গলবার কংগ্রেস এবং বাম দলগুলো যৌথভাবে এক বিবৃতি প্রকাশ করে তাতে মোট ছয় দলের নেতৃত্বের স্বাক্ষর রয়েছে এর মধ্যে সিপিআই(এমএল) এর মত বাম দলও রয়েছে। প্রকাশিত যৌথ বিবৃতিতে শিরোনাম দেওয়া হয় 'ত্রিপুরার শান্তিপ্রিয় গণতান্ত্রিক নাগরিকদের প্রতি আবেদন'। তাতে স্বাক্ষর রয়েছে কংগ্রেসের বিরজিৎ সিনহা, সিপিএমের জিতেন্দ্র চৌধুরী, সি পি আই এর যুধিষ্ঠির দাস, ফরওয়ার্ড ব্লকের পরেশ চন্দ্র রায়, আরএসপি'র দীপঙ্কর দেব এবং সি পি আই এম এল এর পার্থ কর্মকারের। যৌথ বিবৃতিতে রাজ্যের বর্তমান পরিস্থিতির কথা তুলে ধরে মানুষকে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। সাধারণ প্রশাসন এবং পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে নিরপেক্ষ অবস্থান গ্রহণ ও কার্যকর ভূমিকা গ্রহণের দাবি জানানো হয়। সেই সঙ্গে নির্বাচন কমিশনকে অনুরোধ জানানো হয় গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত করা এবং স্বাধীনভাবে ভোটদানের অধিকার নিশ্চিত করতে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করার জন্য। এখন দেখার বামফ্রন্ট ও কংগ্রেসের পরবর্তী পদক্ষেপ কি হয়।


    আরশিকথা ত্রিপুরা সংবাদ

    ২৭ ডিসেম্বর ২০২২
     

    3/related/default