বামুটিয়া কেন্দ্রের পাঁচ বারের বিধায়ক হরিচরণ সরকার শুক্রবার জিবি হাসপাতালে আইসিইউ তে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তার মৃত্যুতে বিভিন্ন মহল থেকে শোক জ্ঞাপন করা হয়েছে। সিপিএমের রাজ্য কমিটির সদস্য পবিত্র কর জানান, মূলত স্ট্রোকের কারণেই মৃত্যু হয়েছে হরিচরণ সরকারের। গত ১০-১২ দিন আগে প্রথমে তাকে আইএলএস হাসপাতালে নেওয়া হয়েছিল। তারপর জিবি হাসপাতালে নেওয়া হয়।
গত কয়েক বছর ধরেই তিনি বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। তারপরও কাজ চালিয়ে যাচ্ছিলেন। এদিন তার দেহ বিধানসভা ভবন, সিপিএমের সদর কার্যালয়সহ বামুটিয়ার কালিবাজার, গান্ধীগ্রাম, কামালঘাট হয়ে প্রয়াতের বাসভবন ছেচরিয়াতে যায়। সিপিএমের রাজ্য কার্যালয়ে শেষ শ্রদ্ধা জানিয়েছেন বিরোধী দলনেতা মানিক সরকার, পবিত্র কর, সুধন দাস, রমা দাসসহ অন্যান্য নেতৃত্বরা।সিপিএমের মোহনপুর মহকুমা কমিটির সদস্য হরিচরণ সরকার মৃত্যুকালে স্ত্রী দুই পুত্র ও দুই কন্যা রেখে গেছেন। দলের পশ্চিম জেলা কমিটি তার মৃত্যুতে গভীর শোক ও পরিবার-পরিজনদের প্রতি সমবেদনা ব্যক্ত করেছে।আরশিকথা ত্রিপুরা সংবাদ
ছবিঃ সুমিত কুমার সিংহ
২রা ডিসেম্বর ২০২২