এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গঠন করার লক্ষ্যে শিক্ষাই হচ্ছে সবচেয়ে বড় হাতিয়ার। এজন্য রাজ্য সরকার শিক্ষার অগ্রগতির উপর সবচেয়ে বেশী গুরুত্ব আরোপ করেছে। সোমবার মোহনপুর রকের কলাগাছিয়া উচ্চ বিদ্যালয়ের দ্বিতল ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ একথা বলেন। এই বিদ্যালয়টির দ্বিতল ভবন নির্মাণে ব্যয় হয়েছে ১ কোটি ১৫ লক্ষ টাকা। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, ছাত্রছাত্রীদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে তোলা বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য। এজন্য শিক্ষার ক্ষেত্রে সুদূর প্রসারী অনেকগুলি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যার ফল ইতিমধ্যেই মিলতে শুরু করেছে।
ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন, শুধু পড়াশোনা করেলেই চলবে না। সংবেদনশীল হতে হবে, সামাজিক হতে হবে। তাদের মানুষের পাশে দাঁড়ানোর পরামর্শ দিয়ে তিনি বলেন, দেশকে ভালবাসতে হবে। নিজে আত্মনির্ভর হওয়ার পাশাপাশি অন্যকেও এই কাজে সহায়তা করতে হবে। তাহলেই মিলবে প্রকৃত শিক্ষা। তিনি বলেন, নারী শিক্ষার অগ্রগতির উপর একটি জাতি তথা রাজ্যের মান নির্ভর করে। তাই নারী শিক্ষার প্রসারের দিকে বিশেষ জোর দেওয়া হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমিয় দেববর্মা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলাগাছিয়া উচ্চ বিদ্যালয়ের বিদ্যালয় পরিচালন কমিটির চেয়ারম্যান চন্দ্রকুমার দাস শীল। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহনপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রীনা দেববর্মা, ভাইস চেয়ারম্যান রাকেশ দেব, কালাছড়া গ্রামপঞ্চায়েতের প্রধান বাবুল মুন্ডা, মোহনপুরের বিদ্যালয় পরিদর্শক সুদীপ সরকার প্রমুখ। অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সচেতনতামূলক নাটক পরিবেশন করেন। এর পর শিক্ষামন্ত্রী মোহনপুর ব্লকের অন্তর্গত ঈশানপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের দ্বিতল ভবনের উদ্বোধন করেন।আরশিকথা ত্রিপুরা সংবাদ
ছবিঃ সংগৃহীত
১৯ ডিসেম্বর ২০২২