কলেজ হলো মন্দিরের মত। কলেজের ছাত্র শিক্ষকের মধ্যে এক গভীর সম্পর্ক রয়েছে। আমৃত্যু আমরা শিখতে থাকি, শেখার কোন বয়স বা শেষ নেই। সরকার গুণগত শিক্ষায় জোর দিয়েছে। পুঁথিগত শিক্ষার বাইরেও ছাত্রছাত্রীদের সৃজনশীল কাজে যুক্ত হতে হবে। মঙ্গলবার ফটিকরায়ে আম্বেদকর কলেজের গ্রন্থাগার ও ৫০ শয্যাবিশিষ্ট এসটি গার্লস হোস্টেলের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
মুখ্যমন্ত্রী বলেন, যাদের যতবেশী জ্ঞান গোটা দুনিয়া ততটাই তাদের করায়ত্ব হবে। তিনি বলেন, সরকার রাজ্যে ধারাবাহিকভাবে উন্নয়নমূলক কর্মকান্ড জারি রেখেছে।উদ্বোধনী অনুষ্ঠানে ঊনকোটি জিলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস বলেন, আমরা সময়ের কাজ সময়ে শেষ করি আজ গার্লস হোস্টেল উদ্বোধনের মধ্য দিয়ে তা আবারও প্রমাণ হল। স্বাগত ভাষণে বিধায়ক সুধাংশু দাস বলেন, যারা কাজ করেনা তারাই আজুহাত দেখায়। আমরা কাজ করে দেখাই তার প্রমাণ আজ আম্বেদকর কলেজের গ্রন্থাগার ও গার্লস হোস্টেলের উদ্বোধন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আম্বেদকর কলেজের অধ্যক্ষ সুব্রত শর্মা (ভারপ্রাপ্ত)। উল্লেখ্য, কলেজের গ্রন্থাগার নির্মাণে ৩৮ লক্ষ ৯০ হাজার টাকা ও ৫০ শয্যাবিশিষ্ট এসটি গার্লস হোস্টেল নির্মাণে ব্যয় হয়েছে ১ কোটি ৮৮ লক্ষ টাকা। অনুষ্ঠানে জেলাশাসক ডা. বিশাল কুমার ও জেলা পুলিশ সুপার কান্তা জাঙ্গীরও উপস্থিত ছিলেন।আরশিকথা ত্রিপুরা সংবাদ
ছবিঃ সংগৃহীত
২০ ডিসেম্বর ২০২২