রাজের ইতিহাসে এই প্রথম দুই সংখ্যায় ডিএ ঘোষণা করল রাজ্য সরকার। এর জন্য রাজ্য সরকারকে প্রদেশ বিজেপি'র পক্ষ থেকে ধন্যবাদ জানান সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত। এটি একটি বলিষ্ঠ যুগান্তকারী সিদ্ধান্ত। মানুষের কল্যাণে রাজ্য সরকার নিবেদিত। রাজ্য সরকারের উদার মন রয়েছে। এই কথাগুলি বলেন প্রদেশ বিজেপির মুখ্য প্রবক্তা সুব্রত চক্রবর্তী।
মঙ্গলবার বিকেলের দলের প্রদেশ কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করা হয়। শ্রী চক্রবর্তী বলেন, এই সিদ্ধান্তের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীসহ মন্ত্রিসভার সমস্ত সদস্যদের আন্তরিকভাবে ধন্যবাদ এবং অভিনন্দন।এই ডিএ প্রদানের ফলে রাজ্যের বাজারগুলি আবার উজ্জীবিত হবে। এক লক্ষ চার হাজার কর্মচারী এবং ৮০ হাজার, ৮০০ পেনশনার তাতে উপকৃত হবেন। পার্ট টাইম ওয়ার্কার, স্থির বেতনের কর্মচারী, ডিআরডব্লিউ প্রত্যেকেরই মজুরি বৃদ্ধি হয়েছে বলে জানান তিনি।আরশিকথা ত্রিপুরা সংবাদ
ছবিঃ সুমিত কুমার সিংহ
২৭ ডিসেম্বর ২০২২