ফরিদপুরের নগরকান্দা প্রেস ক্লাবের সাবেক সদস্য এবং নগরকান্দা সাবরেজিস্টার কার্যালয়ের তালিকা ভূক্ত দলিল লেখক ও ষ্টাম্প ভেন্ডার মোঃ ইয়াসিন মিয়া বুধবার রাত্রে তার নিজ বাসায় হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ ---- রাজিউন)। মৃত্যুর সময় তার বয়স হয়েছিলো ৫৬ বছর। এসময় তিনি স্ত্রী, এক পুত্র, দুই কন্যাসহ অসংখ্যো গুণগ্রাহী রেখে গেছেন।কিছু দিন যাবৎ তিনি হৃদ রোগে ভুগছিলেন।
তার মৃত্যুতে নগরকান্দা প্রেস ক্লাবের সভাপতি মাহবুব আহাদ, সিনিয়র সহ-সভাপতি বেলায়েত হোসেন লিটন, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান ও দলিল লেখক সমিতির সদস্যরা গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
বৃহস্পতিবার বাদ জোহর তার নিজ গ্রামের বাড়ী উপজেলার কাইচাইল গ্রামে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।
আরশিকথা বাংলাদেশ সংবাদ
৫ জানুয়ারি ২০২৩