সূর্যের দেখা নেই। ঘন কুয়াশায় আকাশ ঢেকে আছে। ফলে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চাইতে অনেকটাই নেমে গেছে। আরও অন্তত দু'দিন আবহাওয়া এমন থাকতে পারে বলে জানিয়েছে বিমানবন্দরস্থিত হাওয়া অফিস। তবে বৃষ্টির সম্ভাবনা নেই। বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৬.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চাইতে ৭.৮ ডিগ্রি কম। এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.০ ডিগ্রি সেলসিয়াস। যদিও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চাইতে ২.৭ ডিগ্রি বেশি। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ নির্ধারিত হয় সর্বাধিক ৯৮শতাংশ, সর্বনিম্ন ৮০ শতাংশ। শুক্রবারও সকালের দিকে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ২৪ ডিগ্রি এবং ১২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। তবে গোটা দিনই ঠান্ডা অনুভূত হবে। সর্বোচ্চ তাপমাত্রা অনেকটা নেমে যাওয়ায় বৃহস্পতিবারও বিভিন্ন এলাকায় একটু উষ্ণতার পরশের জন্য আগুন পোহাতে দেখা যায়। বিশেষ প্রয়োজন না হলে মানুষ বাড়ি থেকে বের হচ্ছেন না।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
ছবিঃ সৌজন্যে ইন্টারনেট
৫ জানুয়ারি ২০২৩