আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    নগরকান্দা'য় সৌদি প্রবাসী জিয়ার হোসেনের উদ্যোগে ফ্রেন্ডশিপ ভলিবল খেলা অনুষ্ঠিত হয়েছে

    আরশি কথা

    মোঃ শাহ্ জালাল,ফরিদপুর, বাংলাদেশঃ


    ফরিদপুর নগরকান্দা উপজেলার পুরাপাড়া ইউনিয়নের ঐতিহাসিক  বড় কাজুলী মাঠ প্রাঙ্গনে আজ শুক্রবার বিকাল তিনটায় ভলিবল খেলা অনুষ্ঠিত হয়েছে।

    এ খেলাতে যে দুটি দল খেলে অংশগ্রহণ করেছেন, গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার দাশের হাট টিম বনাম বড় কাজলী গ্রাম, খেলাটি আয়োজন করেন সৌদি প্রবাসী মোঃ জিয়ার হোসেন , সার্বিক সহযোগিতায় ছিলেন ভিপি  নুর আলম , সাইফুল জায়েদ শরিফুল ইসলাম টিপন হেলাল উদ্দিন  প্রিন্স  ও সিনিয়ার খেলোয়াড় জিয়াল খালিদ, নুরুল ইসলাম সহ আরো অনেকই উপস্থিত ছিলেন গণ্যমান্য ব্যক্তিবর্গ।খেলাটির সর্বশেষ ফলাফল বড় কাজুলী ১৫ পয়েন্টে বিজয় লাভ করেন। এ সময় আয়োজক কমিটির পক্ষ থেকে  জানান সন্ত্রাস, মাদকমুক্ত রাখতে সঠিক ধারার বিনির্মাণের জন্য খেলাধুলার বিকল্প কিছুই নাই, তাই খেলাধুলা করা ও চর্চার জন্য সবাইকে আহবান জানান।


    আরশিকথা বাংলাদেশ সংবাদ

    ২০ জানুয়ারি ২০২৩ 

    3/related/default