ফরিদপুর নগরকান্দা উপজেলার পুরাপাড়া ইউনিয়নের ঐতিহাসিক বড় কাজুলী মাঠ প্রাঙ্গনে আজ শুক্রবার বিকাল তিনটায় ভলিবল খেলা অনুষ্ঠিত হয়েছে।
এ খেলাতে যে দুটি দল খেলে অংশগ্রহণ করেছেন, গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার দাশের হাট টিম বনাম বড় কাজলী গ্রাম, খেলাটি আয়োজন করেন সৌদি প্রবাসী মোঃ জিয়ার হোসেন , সার্বিক সহযোগিতায় ছিলেন ভিপি নুর আলম , সাইফুল জায়েদ শরিফুল ইসলাম টিপন হেলাল উদ্দিন প্রিন্স ও সিনিয়ার খেলোয়াড় জিয়াল খালিদ, নুরুল ইসলাম সহ আরো অনেকই উপস্থিত ছিলেন গণ্যমান্য ব্যক্তিবর্গ।খেলাটির সর্বশেষ ফলাফল বড় কাজুলী ১৫ পয়েন্টে বিজয় লাভ করেন। এ সময় আয়োজক কমিটির পক্ষ থেকে জানান সন্ত্রাস, মাদকমুক্ত রাখতে সঠিক ধারার বিনির্মাণের জন্য খেলাধুলার বিকল্প কিছুই নাই, তাই খেলাধুলা করা ও চর্চার জন্য সবাইকে আহবান জানান।আরশিকথা বাংলাদেশ সংবাদ
২০ জানুয়ারি ২০২৩