আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    সরকারি জায়গা থেকে খুলে নেওয়া হচ্ছে প্রচারসজ্জা

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


    নির্বাচন ঘোষণা হতেই অতি সক্রিয় ভূমিকায় নির্বাচন কমিশন। কমিশনের নির্দেশে কিংবা আদর্শ আচরণ বিধি অনুসারে সরকারি জায়গা বা সম্পত্তি থেকে খুলে নেওয়া হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রচারসজ্জা। এমনকি কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের প্রচারমূলক ফ্লেক্স যেগুলিতে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কিংবা অন্য কোনো মন্ত্রীদের ছবি রয়েছে তা খুলে নেওয়া হচ্ছে।

    মুখ্য নির্বাচনী আধিকারিক কিরণ গিত্যে জানিয়েছেন, দেশের নির্বাচন কমিশন রাজ্যের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার সঙ্গে সঙ্গেই আদর্শ আচরণ বিধি কার্যকর হয়ে গেছে। নিয়ম অনুযায়ী নির্বাচন ঘোষণার সময় থেকে ২৪ ঘন্টার মধ্যে সরকারি সম্পত্তি বা জায়গা থেকে খুলে ফেলতে হবে রাজনৈতিক দলগুলির প্রচারসজ্জা।
    কিন্তু কোনো রাজনৈতিক দলই তা না করায় শুক্রবার সকাল থেকে নির্বাচন আধিকারিক প্রচারসজ্জা খুলে ফেলার কাজে নেমে পড়ে। বিভিন্ন রাস্তায় অভিযান চালিয়ে ফ্ল্যাক্স ফ্যাস্টুন ইত্যাদি খুলে ফেলা হয়। বুধবার নির্বাচন ঘোষণার পর বৃহস্পতিবার বিকেলেই ২৪ ঘন্টা সময়সীমা অতিক্রান্ত হয়। তাই শুক্রবার সকাল থেকেই অভিযানে বের হয়ে পড়েন নির্বাচনী আধিকারিকরা। শাসক ও বিরোধী সবক'টি রাজনৈতিক দলেরই প্রচারসজ্জা খুলে নেওয়া হচ্ছে।


    আরশিকথা ত্রিপুরা সংবাদ


    ছবিঃ সুমিত কুমার সিংহ

    ২০ জানুয়ারি ২০২৩
     

    3/related/default