আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    আয়না যদি... শ্রীমান দাস, বিলোনিয়া

    আরশি কথা

    আয়না যদি...।।


    নির্বাক বলে দুর্বল ভেবো না আয়নাটাকে

    চাইলে সেও হতে পারে মারণাস্ত্র।

    যতই বাহারী মেকাপে ঢাকো বিদঘুটে মুখ,

    আয়না কিন্তু চেনে প্রকৃত আপাদমস্তক।


    কতো প্রলেপ, চাতুরীর নীরব দর্শক...


    মুখোশের মায়ায় যদিও ভুলে বিশ্ব চরাচর ,

    আয়না কিন্তু ঠিক জানে লুকানো রহস্য।


    কতোবার করেছো আঘাত প্রসাধনী সরঞ্জামে

    আয়না তবু স্বচ্ছতা আঁকড়ে আপন ভূমিকায়।


    ভেবে দেখো,জেহাদে যদি ভাঙে একবার !

    মারণাস্ত্রের রূপ নেবে প্রতিটি টুকরো,

    ছলে ভরা বেলেল্লাপনা যত ,

    নিমিষেই করে দেবে এফোঁড়ওফোঁড়।


    -  শ্রীমান দাস, বিলোনিয়া 


    ছবিঃ সৌজন্যে ইন্টারনেট

    ২৮ জানুয়ারি ২০২৩

     

    3/related/default