Type Here to Get Search Results !

ফোবিয়ায়... সৌমেন্দ্র দত্ত ভৌমিক, কোলকাতা

ফোবিয়ায়...।।


বিপত্তির আমন্ত্রণে হাউ-মাউ-খাউয়ের মাথাধরা-পালিশ!

রাক্ষস আর দানবের যৌথ কুচকাওয়াজে

নির্ভেজাল হৃদয়ে শঙ্কার ডমরু ঝনঝনায়!

রক্তের অভিধানে জাগে যেন হাজার গন্ডা নালিশ!

জড়সড় প্রাণে উন্নত অম্লজান কোথা কোথা কোথা

অসময়ের অমাবস্যাতে ?

না হে না! উচ্ছ্বল উজ্জ্বল উদ্যমী প্রয়াসেও তখন

ছড়ায় টন টন ভয়ানক বিষ!

না-জানা মেঘলা পরিবেশে ঢিপঢিপানি অর্হনিশ|

কুয়াশা-ধোঁয়াশায় বঙ্কিম চলনপথে শ্বাপদের

চলাচলে ঠুলি বাঁধা চোখে নেই প্রবেশাধিকার|

স্নায়ু জুড়ে ত্রাসের তর্জন-গর্জন অতএব

সহ্যাতীত হলেও সহ্য-কেই করে কুর্নিশ-

তবুও আত্মনিয়ন্ত্রণ যদি হয় পতিতপাবন

যদি অশুভ ললাটের জোটে খাঁটি পদস্খলন,

না-কাম্য দুর্দশাগুলো হেলায় উড়িয়ে-পুড়িয়ে

জীবনে ফিরুক আলোক-আশীষ |


- সৌমেন্দ্র দত্ত ভৌমিক, কোলকাতা

২৮ জানুয়ারি ২০২৩

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.