আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    বীর সন্ন্যাসী ।। কবিতা ।। রানী সেন, কলকাতা

    আরশি কথা

    বীর সন্ন্যাসী"
     


    স্বর্গ হতে নেমে এসেছিলে সপ্ত ঋষির একজন, মানবের চেতনা জাগাতে।

    ভারতবর্ষকে দিয়েছিলে জগৎসভায় শ্রেষ্ঠ আসন।

    বলেছিলে সবাইকে ভালোবাসো,

    বলেছিলে জীব সেবাই শিব সেবা।

    দেশের দীন দরিদ্র মূর্খ সকল ভারতবাসী তোমার ভাই।

    এই মেরুদন্ড হীন মানুষ গুলোকে

    সোজা হয়ে দাঁড়াবার সাহস জুগিয়েছিলে।

    ভগ্নি নিবেদিতাকে দীক্ষা দিয়ে এনেছিলে

    দেশের নারীদের শিক্ষিত করে

    আত্মসচেতন করার জন্য। 

    তোমার তিল-তিল করে গড়ে তোলা

    সেই স্বপ্নের ভারতবর্ষ আজ আবারও বিপন্ন,

    ভারতমাতা আজ ধর্ষিতা লাঞ্ছিতা।

    বীর সন্ন্যাসী বিবেকানন্দ তুমি ফিরে এসো-

    ফিরে এসো আরও একবার......

    এই হানাহানির ভারতবর্ষে সবার মাঝে

    নতুন করে ভ্রাতৃত্ব বোধ উসকে দেবার জন্য......


    -  রানী সেন, কলকাতা


    ছবিঃ সৌজন্যে ইন্টারনেট

    ১২ জানুয়ারি ২০২৩ 

    3/related/default