Type Here to Get Search Results !

জনবিশ্বাস যাত্রার সমাপন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নাড্ডা : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


ভারতীয় জনতা পার্টির উদ্যোগে আয়োজিত জনবিশ্বাস যাত্রা আক্ষরিক অর্থেই সফল। মঙ্গলবার ভারতীয় জনতা পার্টির নির্বাচনী কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। সঙ্গে ছিলেন দলের প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। 

সাংবাদিক সম্মেলনে জনবিশ্বাস যাত্রা সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। পাশাপাশি রথযাত্রা উপলক্ষ্যে ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার আগমনের বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, আজ উত্তর ত্রিপুরার রথ কৃষ্ণপুরে অবস্থান করছে কালকেও তার কর্মসূচি রয়েছে। এবং দক্ষিণ ত্রিপুরার রথ সেকেরকোট পর্যন্ত এসেছে। শ্রী ভট্টাচার্য বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী প্রতিদিন কোনো না কোনো জায়গায় জনবিশ্বাস যাত্রায় অংশগ্রহণ করেছেন। মঙ্গলবার উত্তর ত্রিপুরার রথে আশারাম বাড়ি, বেহালা বাড়ি, খোয়াই অংশগ্রহণ করেছেন। তেমনি বিশালগড় ছুটে গেছেন। শুধুমাত্র মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা নয় উপমুখ্যমন্ত্রী যিষ্ণু দেববর্মা ও প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব, রাজ্যের মন্ত্রিসভার সদস্য থেকে শুরু করে কেন্দ্রীয় মন্ত্রী, কেন্দ্রীয় নেতৃত্বেরাও জনবিশ্বাস যাত্রায় অংশগ্রহণ করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হলো অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা সুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরণ রিজিজু এবং লকেট চ্যাটার্জি। এই রথ প্রায় ১৬ শ' কিলোমিটার যাত্রা শেষ করে আগামী ১২ জানুয়ারি আগরতলায় এসে পৌঁছবে। তিনি বলেন, এই রথযাত্রার মাধ্যমে জনগণ দু'হাত তুলে আশীর্বাদ করছে বিজেপিকে। এদিকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা বলেন, ত্রিপুরার ইতিহাসে প্রথমবারের মতো আয়োজিত এই রথযাত্রা আক্ষরিক অর্থেই সফল। স্বামী বিবেকানন্দের জন্মদিনে অর্থাৎ আগামী ১২ জানুয়ারি উমাকান্ত ময়দানের সামনে আয়োজন করা হয়েছে জনবিশ্বাস যাত্রার সমাপন অনুষ্ঠানের। সেখানে উপস্থিত থাকবেন ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। দলের সর্বভারতীয় সভাপতি সম্পর্কে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এদিন সকাল ১১ টায় আগরতলার এমবিবি বিমানবন্দরে এসে পৌঁছবেন শ্রী নাড্ডা। তিনি এসেই সোজা চলে যাবেন সীমান্ত এলাকা লঙ্কামুড়ায়। সেখানকার ভূমিহীন কলোনি পরিদর্শন করবেন তিনি। এবং সেখানকার বাসিন্দাদের সঙ্গে কথা বলবেন তিনি। কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা তারা পাচ্ছে কিনা সে সম্পর্কে অবগত হবে। পাশাপাশি তাদের সমস্যা সম্পর্কেও তাদের সঙ্গে সরাসরি আলোচনা করবেন। তারপর বুথ সভাপতির বাড়িতে মধ্যাহ্ন ভোজন সেরে তিনি সোজা চলে যাবেন উমাকান্ত মাঠে। এবং সেখানে রাজ্যবাসীর প্রতি সম্বোধন করবেন সর্বভারতীয় সভাপতি শ্রী নাড্ডা। সভা শেষে আগরতলার এক হোটেলে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রদেশ বিজেপি কোর কমিটির সাথে বৈঠকে মিলিত হবেন। বিকালে তিনি বিমানযোগে দিল্লি ফিরে যাবেন।


আরশিকথা ত্রিপুরা সংবাদ


ছবিঃ সুমিত কুমার সিংহ

১০ জানুয়ারি ২০২৩
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.