নেতাজী,তোমায় কিছু লিখবো বলে
কলম ধরেছি আজ।
আঁধারে কেন বিলীন হলো
তোমার রণসাজ?
সত্যিই তুমি কোথায় আছো
জানতে ইচ্ছে করে,
তোমাকে ছাড়া বাঙালী আজ
কুকুরের মতো মরে।
স্বাধীনতার বদলে রক্ত চাওয়া
ছিল কি তোমার অন্যায়?
তবে কেন তুমি হলে অপহৃত
বুর্জোয়ার ছলনায়?
আন্দামানে তোমার উড়ানো
প্রথম ত্রিবর্ণ ধ্বজা,
বিনিময়ে কি তুমি পেলে
এতো কঠোর সাজা?
নেতাজী, তোমার আজাদ হিন্দ ফৌজ
কোথায় কেমন আছে?
একটিবারও জানতে চাও না
দেশবাসীর কাছে?
ধর্মের নামে অধর্ম চলে
অর্থের অপচয়,
দানবের আঘাতে জর্জরিত
তোমার দেবালয়!
হিংসার আঘাতে মা যে মোদের
বড়োই অসহায়,
তাঁর সুভাষ ফিরবে কবে
অধীর অপেক্ষায় ।
মন যে আরও বহু প্রশ্নের
উত্তর জানতে চায়,
নেতাজী,তুমি ফিরবে কবে
বাঙালী সেটাই জানতে চায় ।
আঁধারে নিজেকে করেছো গোপন
কাদের ইশারায়?
আজও বাঙালী হন্যে হয়ে খোঁজে
নেতাজী, তুমি কোথায়?
নেতাজী, তুমি কোথায়?
- সুপর্ণা মজুমদার রায়, আগরতলা
ছবিঃ সৌজন্যে ইন্টারনেট
২৩ জানুয়ারি ২০২৩