আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    নেতাজি সুভাষচন্দ্র স্মরণেঃ প্রকাশ অধিকারী, শিলিগুড়ি

    আরশি কথা

    নেতাজি সুভাষচন্দ্র স্মরণে---


    তুমি বলেছিলে--

    রক্ত দাও; স্বাধীনতা এনে দেবো... 


    রক্ত দিতে কার্পণ্য করেনি দেশের মানুষ;

    নারী-পুরুষ-বালসেনা নির্বিশেষে 

    আজাদ-হিন্দ সেনানী সেই দিন।


    রক্তের সাথেই বিশ্বাসঘাতকতা তবু;

    জোট বেঁধেছিল কিছু অমানুষ--

    ভাগাভাগি কাড়াকাড়ি;

    হয়েছিল মশগুল।

    চেয়েছিল তোমার চির নির্বাসন 

    মৃত্যু-ঘুম !


    যা দিয়েছিল তুলে হাতে আমাদের 

    সে আর কিছু নয়--

    শুধুই 'হালুম্' !


    পরিণামে আমরা দেশের মানুষ--

    তোমাকে হারালুম।


    - প্রকাশ অধিকারী, শিলিগুড়ি


    ছবিঃ সৌজন্যে ইন্টারনেট

    ২৩ জানুয়ারি ২০২৩

     

    3/related/default