আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    সন্ত্রাস ও ভয়ের পরিবেশ যেন না থাকে, দাবি কংগ্রেসের ঃ ত্রিপুরা

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


    দুই মুখপাত্র পেয়ে এসে সাংবাদিক সম্মেলন করলেন পিসিসি সভাপতি বিরজিৎ সিনহা। এরা হলেন বহিঃরাজ্য থেকে আগত মিতা চক্রবর্তী এবং অনিমা আচার্য।


    বিরজিৎ সিনহা বলেন, অনেক ক্ষেত্রেই কমিশনের নিয়ম মানছে না শাসক দল। ১০ থেকে ১৫ ফুট উঁচু পতাকা এখনো বিজেপি লাগিয়ে রেখেছে। তারা দাবি জানান নির্বাচন কমিশন যেন এই ব্যাপারে ব্যবস্থা নেয়। রাজ্যে শান্তিপ্রিয়, ধর্মনিরপেক্ষ ও গণতন্ত্র প্রিয় মানুষ বিজেপিকে পরাজিত করবে বলে আশা ব্যক্ত করেন তিনি।

    এদিকে নবাগত মুখপাত্র মিতা চক্রবর্তী বলেন, রাজ্যে কয়েকদিন অবস্থানের পর দেখতে পাচ্ছেন এখানে গণতন্ত্র নেই। রাজ্যবাসীকেই ঠিক করতে হবে পরবর্তী প্রজন্মের জন্য তারা কি রেখে যাবেন। তাই মানুষ যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেই ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।


    আরশিকথা ত্রিপুরা সংবাদ


    ছবিঃ সুমিত কুমার সিংহ

    ২৩ জানুয়ারি ২০২৩
     

    3/related/default