দূরে গিয়েও কাছে থাকার অনুভব,
উন্মাদনায় ছুঁয়ে দেখার পরিতৃপ্তি ,
লাজুক হাসিতে হারিয়ে যাওয়া আমিকে নিজেই
প্রশ্ন করি, এই কি তবে ভালোবাসা?
না পাওয়ার মধ্যেই কল্পনায় বহুবার ছুঁয়ে আসা আমার আঙুল স্পর্শে সতেজ তোমার বৈরাগী ওষ্ঠ,
বাঁধ ভাঙা অপেক্ষারা দল বেধে তোলে
শরীরময় বারে বারে বিদ্যুৎ শিহরণ!
উগড়ে দেয় যা কিছু সংকোচ,না পাওয়ার বেদনা। পাশে থাকা এই অনুভবই কি তবে বিশুদ্ধ প্রেমের সংজ্ঞা!?
আবদার ,চাওয়া পাওয়ার অভিমানী মেঘ ছুঁয়ে অবিশ্রান্ত বৃষ্টি,ভেজায় উত্তাল মন,
আকাঙ্খার তীব্র দহন জ্বালা প্রশমিত হয় আলিঙ্গনে,
কেঁপে ওঠা দু জোড়া চাতক ওষ্ঠ শরীর সন্তরণে খুঁজে পেতে চায় বেঁচে থাকার আদি রহস্য।
মন সমুদ্রে ওঠা তৃপ্তির বুদ্বুদে প্রশান্তির আল্পনায়
অপরূপ না পলক পড়া দৃষ্টিতে দৃঢ় হোক
এভাবেই সম্পর্কের অটুট সাম্রাজ্য।
- রাণা চ্যাটার্জী, বর্ধমান
ছবিঃ সৌজন্যে ইন্টারনেট
২৮ জানুয়ারি ২০২৩