জাতীয় যোগাসনের সাফল্যের জন্য শ্রীকৃষ্ণ মিশন স্কুলের দুই ছাত্রীকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুলের সমস্ত খরচ স্কুল কর্তৃপক্ষ বহন করার ঘোষণা করেছে। দুই ছাত্রীর মধ্যে একজন অষ্টম শ্রেণীর ধৃতি দেবনাথ, অপরজন অষ্টম শ্রেণীর পারিজাত সাহা। ২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন ঘিরে স্কুলের এক অনুষ্ঠানে এই ঘোষণা করা হয়। স্কুলের ডাইরেক্টর দীনবন্ধু দাস দুই ছাত্রীর সাফল্যে ব্যাপক খুশি। উল্লেখ করা যেতে পারে, ইতিপূর্বে ডাইরেক্টর শ্রীদাস দুই ছাত্রীকে একাধিক বার সম্বর্ধিত করেছেন। এই খবর পেয়ে দুই ছাত্রীর অভিভাবক এবং যোগা প্রশিক্ষক শম্ভু চক্রবর্তীর পক্ষ থেকে স্কুলের প্রশাসনিক অধিকর্তা ও স্কুল কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়েছে। দুই ছাত্রীর এই সাফল্যে এবং স্কুল কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে অভিভাবক মহলে খুশির হাওয়া।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
২৩ জানুয়ারি ২০২৩