Type Here to Get Search Results !

আজ যে ঠকাবে, কাল সে ঠকবে..... বারাসাত থেকে স্বপন তালুকদার এর কবিতা

আজ যে ঠকাবে, কাল সে ঠকবে.....


প্রেমে, প্রতারিত হওয়ার পর!

ভাঙ্গে মন, ভাঙ্গে ঘর।।

তবুও, সত্যিকারের মানুষকে কি ভোলা যায়?

এই প্রশ্নই, ঘুরপাক খায় মাথায়।।


সঙ্গীহীন হয়ে, কি ভাবে, কাটবে এ জীবন?

তাতেই, ভেঙ্গে পড়ে মন।।


তবে, সে যদি সত্যিই তোমাকে ভালোবাসতো।

তবে ভালোবাসার,মূল্যায়ন অবশ্যই করতো।

এ ভাবে তোমায়--- মাঝ রাস্তায়, কি ছাড়তো?


ভালোবাসা, এমন একটা, অনুভূতি বটে।

যাতে ব্যক্তির মধ্যে, আমূল পরিবর্তন ঘটে।

কাউকে ভালোবাসলে, ধূসর জীবন--

 রঙিন হয়ে ওঠে।।

তবে, সেই প্রেম যখন,ভেঙ্গে যায়।

সঙ্গী,প্রতারণা করে,  বা ঠকায়।

হৃদয় ভেঙ্গে,  চুরমার হয়ে যায়।।


অনেকেই প্রেমে, প্রতারিত হওয়ার পরে।

প্রাক্তনের,  নানান ক্ষতির চেষ্টা করে?

হয়ে যায় একদম, উদ্ভ্রান্ত।

এটা কিন্তু, একদম ভুল সিদ্ধান্ত।।


মনে রাখবে, বারবার।

আজ, ক্ষতির চিন্তা করছো যার?

সেই'ই একসময়ে, প্রিয়জন ছিলো তোমার।

তবে তোমার, আর তার মাঝে--

পার্থক্য থাকলো, কি আর?


সুতরাং প্রতিহিংসার,এই মানসিকতার--

পরিবর্তন হওয়ার, আছে দরকার।

এটা নিজস্ব, মত আমার।।


কেউ কেউ, মাদকাসক্ত হয়ে পড়ে।

কেউ আবার, নিজেকেই নিজে,শেষ করে।

এরা দাঁড়িয়ে আছে, ভূল রাস্তার ওপরে।।


যে চলে গিয়েছে তোমাকে ছেড়ে--

বন্ধ করেছে,  দ্বার।

সে যোগ্য ছিলো না, তোমার ভালোবাসার।।


একজন প্রতারক---

ধোঁকা দিয়েছে তোমার সাথে।

তাই, হাঁটতে হবে--আত্মহননের পথে?

এমন ভাবার আগে, ভাবো একশোবার।

অপেক্ষায়, পথ চেয়ে আছে--

তোমার, মা-বাবা ও পরিবার।।


তুমি একা নও, এমন, আছে লাখে লাখে।

অনেকের জীবন কাটে--

এই, কঠিন পরিস্থিতির বাঁকে।।


সহ্য করেই, টিকে থাকতে হয়।

ভালোবাসা, বন্ধু, এতো সহজ নয়?

এই তো সূযোগ, তুমি দেখাও, তোমার পরিচয়?

প্রাক্তন বুঝুক, তাকে ছাড়াও--

জীবন যুদ্ধে,  তোমার এসেছে জয়।।


জীবনটা, এখানেই তো,  দ্য এন্ড,নয়।

নিজেকে, উন্মুক্ত করতে হয়।।

 মন লাগাও,গঠনমূলক কাজে।

নিজেকে সমর্পিত করো--

পরম করুণাময়ের মাঝে।

আজ যে তোমায়, ঠকালো, বিনা কারণে। 

কাল সেও ঠকবে--

পার্থক্য শুধু--সময়ের ব্যবধানে।


- স্বপন তালুকদার

 বারাসত,কোলকাতা 


ছবিঃ সৌজন্যে ইন্টারনেট

১৪ জানুয়ারি ২০২৩

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.