মুঙকুরুই এর জীবন
*******
লংতরাইয়ের বুক চিরে মেঘেরা বেরিয়ে যাচ্ছে
ফুরসত নেই এতটুকু কথা বলার
পাহাড়ের ঢালে টং ঘর বানিয়ে বাস করা মুঙকুরুই জানেনা
এই মেঘ তার জীবনের প্রতিটি পরতে পরতে
একদল মেঘ আসে, চলে যায়
তার পিছু পিছু আর একদল এসে দাঁড়িয়ে থাকে
শূন্যস্থান ভরাট করার জন্য যেন তারা উদগ্রীব
বোনজো আলু আর বাঁশ কড়ুল এর জীবনে
নেই কোন স্বাদ আহ্লাদ, নেই কোন চাহিদা
সূর্য কখন উদিত হবে মুঙকুরুইরা সে আশা করে না
সূর্যাস্তেই জীবন, সূর্যাস্ততেই বেঁচে থাকা
আর টং ঘরটাই যেন তাদের একটা আস্ত পৃথিবী
এ জীবনে যতই টানাপোড়েন থাকুক না কেন
রাত্রির এক হলে চাঁদের আলোতেই
মুঙকুরুইরা ভালো থাকে অথবা
ভালো থাকার জন্য যুদ্ধ করে।
- টিন্কু রন্জন দাস,ত্রিপুরা
ছবিঃ সৌজন্যে ইন্টারনেট
১৪ জানুয়ারি ২০২৩