আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ।। স্বজন ।। কবিতা ।। পবিত্র চট্টোপাধ্যায়, কলকাতা

    আরশি কথা

    ।। স্বজন ।।


    আমাদের ঘর মাটি দিয়ে গাঁথা

    চারিদিকে ফুলবন

    গাছের পাতাতে খেলা করে পাখি

    গান গায় সারাক্ষণ। 


    সকালের রোদ ঘর ছুঁয়ে হাসে

    ফুল ফোটে রোজ ভোরে

    কিছু ফুল দেখি মাঠে ঝরে পড়ে

    কিছু ফুল নাচে দোরে। 


    সকাল সন্ধ্যায় দিন রাত জুড়ে

    সুবাস ছড়ায় তারা

    ফুল ফোটা ডালে পাখিদের ভিড়ে

    বেজে ওঠে একতারা। 


    হঠাৎ সেদিন বিকেলের ঝড়ে

    উড়ে গেল ঘর গাছ

    আমাদের সাথে পাখিরাও কাঁদে

    গৃহহীন তারা আজ।। 


    পবিত্র চট্টোপাধ্যায়

    কলকাতা 


    ছবিঃ সৌজন্যে ইন্টারনেট

    ১৪ জানুয়ারি ২০২৩ 
     

    3/related/default