আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    শনিবার রাজ্যে আসছেন দীপা দাশমুন্সি

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


    শনিবার রাজ্যে আসছেন এআইসিসি'র নেত্রী দীপা দাশমুন্সি। তিনি আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেসের স্ক্রীনিং কমিটির চেয়ারপার্সন হিসেবে নিযুক্ত হয়েছেন। ওই দিন দুপুরে আগরতলায় আসার পর সন্ধ্যায় দলের রাজ্য নেতৃত্বদের সঙ্গে বৈঠক করবেন। পরদিন রবিবার সকাল সাড়ে দশটা থেকে বেলা একটা পর্যন্ত জেলা ও ব্লক নেতৃত্বদের সঙ্গে বৈঠক করবেন। সন্ধ্যায়ও ব্লকের নেতৃত্বদের সঙ্গেই বৈঠক হবে। সোমবার সকাল থেকে ফের বৈঠক শুরু হবে কমিটির নেতৃত্বদের সঙ্গে। সন্ধ্যায়ও একইভাবে বৈঠক চলবে। ১০ জানুয়ারি দিল্লির উদ্দেশ্যে ফিরে যাবেন দীপা। রাজ্যস্তরের পাশাপাশি জেলা ও ব্লক স্তরের নেতৃত্বদের সঙ্গে কথা বলে তিনি দলীয় রণকৌশল এবং সাংগঠনিক বিষয় সম্পর্কে অবগত হবেন। সেই অনুযায়ী দিল্লিতে রিপোর্ট দেবেন। এর ভিত্তিতে রাজ্যের বিধানসভা নির্বাচন ঘিরে দল বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবে বলে জানা গেছে।


    আরশিকথা ত্রিপুরা সংবাদ


    ছবিঃ সৌজন্যে ইন্টারনেট

    ৫ জানুয়ারি ২০২৩
     

    3/related/default