আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    বড়দোয়ালী কেন্দ্রে জোর প্রচারে মুখ্যমন্ত্রী

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


    নিজের নির্বাচনী কেন্দ্রে ব্যাপক প্রচার চালিয়েছেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। প্রতিদিন সকালে নিয়ম করে বাড়ি বাড়ি প্রচারে বের হচ্ছেন।


    শুক্রবার তিনি প্রচার চালান মহারাজগঞ্জ বাজারের পেছন দিকে। মুখ্যমন্ত্রী জানান, বিজেপি জোটের জন্য সব রাস্তাই খোলার রয়েছে।
    যেকোনো দল জোটের জন্য আলোচনা চালাতে পারে। আইপিএফটি-এর সঙ্গে এক দফায় বৈঠক সেরে নিয়েছেন বলে জানান মুখ্যমন্ত্রী।

    প্রচারে বের হয়ে ব্যাপক সাড়া পাচ্ছেন বলে মন্তব্য করেন তিনি। অন্ততপক্ষে ৫০ টি আসন বিজেপি পাবে বলে দাবি করেন তিনি। প্রচারে বেরিয়ে সরকারের সাফল্যের তথ্য সম্বলিত হ্যান্ডবিল ভোটারদের হাতে তুলে দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা যায় দলীয় কার্যকর্তাদের। তাদের মধ্যে উচ্ছ্বাসও বেশ ভাল। প্রসঙ্গত, প্রার্থী তালিকা প্রকাশ না হলেও মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বড়দোয়ালী কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তা নিশ্চিত।


    আরশিকথা ত্রিপুরা সংবাদ


    ছবিঃ সুমিত কুমার সিংহ

    ২০ জানুয়ারি ২০২৩
     

    3/related/default