Type Here to Get Search Results !

বনমালীপুর কেন্দ্রে প্রচারে গোপাল

নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


রাজধানী আগরতলার বনমালীপুর কেন্দ্রটি এবারের নির্বাচনে বেশ নজর কাড়ছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেবের নির্বাচনী কেন্দ্র এটি। এবারের নির্বাচনে এই কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী কে হবেন তা এখনো স্পষ্ট নয়। তবে কংগ্রেসের প্রাক্তন বিধায়ক গোপাল চন্দ্র রায় প্রচারে নেমে পড়েছেন।


দলীয় অনুগামীদের নিয়ে বাড়ি বাড়ি প্রচার চালিয়েছেন তিনি।
শুক্রবার দেখা যায় কতিপয় কংগ্রেস কর্মী সমর্থকদের নিয়ে বনমালীপুর কেন্দ্রের বিভিন্ন জায়গায় প্রচার চালান।
কথা বলছেন ভোটারদের সঙ্গে। শাসকদলের অপশাসন নিয়ে মানুষকে অবগত করে কংগ্রেসের পক্ষে ভোট চাইছেন। প্রচারে বের হয়ে ভালই সাড়া পাচ্ছেন বলে দাবি করেন কংগ্রেসের এই প্রাক্তন বিধায়ক। তিনি এই কেন্দ্র থেকেই এবারে নির্বাচনে টিকিট পাবেন বলে আশাবাদী। কংগ্রেসের তরফে বনমালীপুর কেন্দ্রে প্রবল দাবিদার গোপাল চন্দ্র রায়। দুর্দিনে রাজধানী আগরতলায় কংগ্রেসের হয়ে তিনি বিভিন্ন কর্মসূচি চালিয়েছিলেন।


আরশিকথা ত্রিপুরা সংবাদ


ছবিঃ সুমিত কুমার সিংহ

২০ জানুয়ারি ২০২৩