Type Here to Get Search Results !

দশ প্রার্থীর নাম ঘোষণা করলো জয় মহাভারত পার্টি

নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


এবারের রাজ্য বিধানসভা নির্বাচনে আনুষ্ঠানিকভাবে সবার আগে প্রার্থীর ঘোষণা করল জয় মহাভারত পার্টি। অন্যান্য রাজনৈতিক দলগুলি যেখানে এখনো প্রার্থী বাছাইয়ে ব্যস্ত সেখানে জয় মহাভারত পার্টি প্রথম পর্বের ১০ জন প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে। পরবর্তী দুই ধাপে আরও ৫০ জন প্রার্থীর নাম ঘোষণা করা হবে।


সোমবার আগরতলা প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হয়। এরা বলেন সোনামুড়ায় জগবন্ধু ভৌমিক, নলছড়ে মানিক বর্মন, প্রতাপগড়ে নারায়ণ দাস, চড়িলামে উত্তম দেবনাথ, করবুকে ধনঞ্জয় রিয়াং, গোলাঘাটিতে বাবুল দেববর্মা, টাকারজলায় স্বপন দেববর্মা, মজলিশপুর নিরঞ্জন বনিক, বনমালীপুরে দেবজ্যোতি ঘোষ এবং অম্পিনগরে রমনী মোহন ত্রিপুরা। এদিন ত্রিপুরায় দলের কোর কমিটির সদস্যদের নামও ঘোষণা করা হয়।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন দলের প্রতিষ্ঠাতা সভাপতিসহ অন্যান্য কার্যকর্তারা। ইতিমধ্যে দল ভোটের প্রচার শুরু করেছে বলেও জানানো হয়। রাজ্যে দলের কোর কমিটির সদস্যরা হলেন পবিত্র সরকার, বিপ্লব ধর, মানিক বর্মন, শুভঙ্কর ধর ও সফিকুল ইসলাম।


আরশিকথা ত্রিপুরা সংবাদ


ছবিঃ সুমিত কুমার সিংহ

২৩ জানুয়ারি ২০২৩
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.