১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রিপুরা বিধানসভা নির্বাচনের জন্য ধনপুর আসন থেকে মনোনয়ন পত্র জমা দিলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক।
২০২১ সালে, প্রতিমা ভৌমিক ত্রিপুরার প্রথম রাজনীতিবিদ যিনি কেন্দ্রীয় মন্ত্রী হয়ে ইতিহাস তৈরি করেছিলেন। কেন্দ্রীয় মন্ত্রিসভায় যোগ দিয়ে ইতিহাস হয়ে ওঠা তিনি 'প্রতিমা দি' নামেই সাধারণের কাছে জনপ্রিয়।
২০১৯ সালের শেষে সাধারণ নির্বাচনে পশ্চিম ত্রিপুরা কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছিলেন।দীর্ঘদিন ধরে সক্রিয় রাজনীতিবিদ হওয়া সত্ত্বেও তিনি বরাবরই লো প্রোফাইল বজায় রেখেছেন।ত্রিপুরা থেকে কেন্দ্রে তার যাত্রা কঠোর পরিশ্রম ও সাফল্যের এক জলজ্যান্ত উদাহরণ। কৃষক পরিবার থেকে উঠে প্রতিমা ভৌমিক তার গ্রামের প্রথম স্নাতক ছিলেন।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
৩০ জানুয়ারি ২০২৩