আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    সর্বকালীন রেকর্ড গড়ে একদিনে মনোনয়ন জমা পড়লো ২২৮টিঃ ত্রিপুরা

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


    সর্বকালের রেকর্ড গড়ে সোমবার একদিনে ২২৮টি মনোনয়ন জমা পড়লো। মনোনয়ন জমা দেওয়ার জন্য এদিন ছিল শেষ দিন।

    সোমবার সন্ধ্যায় সাংবাদিক সম্মেলনে মুখ্য নির্বাচনী আধিকারিক কিরণ গিত্যে বলেন, সর্বত্র সুশৃঙ্খলভাবে প্রার্থীরা মনোনয়ন জমা দিয়েছেন। সারা রাজ্যে প্রার্থীদের বাধা দেওয়া, আইন-শৃংখলা পরিস্থিতির অবনতি সংক্রান্ত অভিযোগ মিলেনি। দুপুর তিনটে পর্যন্ত যতজন প্রার্থী মনোনয়ন জমা দিতে এসেছেন তাঁদের মনোনয়ন পত্র গ্রহণ করা হয়েছে।
    তিনি জানান ২৭ জানুয়ারি পর্যন্ত ত্রিপুরায় ৭৭ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছিলেন। আর সোমবার একদিনে ২২৮ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। শ্রী গিত্যে বলেন, ইতিপূর্বে একদিনে এত সংখ্যক মনোনয়ন কখনোই জমা পড়েনি। এবার সর্বমোট ৩০৫ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। মনোনয়ন পত্র পরীক্ষা করে দেখা হবে মঙ্গলবার। ২ ফেব্রুয়ারি মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন।
    উল্লেখ্য, ২০১৮ সালে বিধানসভা নির্বাচনে ২৯৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।এদিকে, মনোনয়ন পত্র পরীক্ষা পর্ব পর্যবেক্ষণে ২৫ জন অবজারভার রবিবারই ত্রিপুরায় এসে পড়েছেন। তাঁরা নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনে মনোনয়ন পত্র পরীক্ষা হচ্ছে, তা নিশ্চিত করবেন। এছাড়া, ৮ জন পুলিশ অবজারভার এবং ৩ জন স্পেশাল অবজারভার ত্রিপুরায় এসেছেন। তাঁরা নির্বাচনী কাজ পর্যবেক্ষণ করছেন।


    আরশিকথা ত্রিপুরা সংবাদ


    ছবিঃ সুমিত কুমার সিংহ

    ৩০ জানুয়ারি ২০২৩
     

    3/related/default