চোখে আর রঙ ধরেনা ,পাক ধরেছে চুলে
কখন কোথায় কি যে রাখি বেমালুম যাই ভুলে |
এটা খাই ,ওটা খাই ইচ্ছে ভীষন করে
খেতে গেলেই কেউ না কেউ সামনে এসে পড়ে |
আমি নাকি পেটুক ভারি বয়েসে নেই খেয়াল
মাংস টাংস পারিনা খেতে ,দাঁত ছাড়া চোয়াল |
মস্তি করে স্বস্তিতে সবাই তোলে ঢেঁকুড়
আমার পাতে পাতলা ঝোল শিঙি কিংবা মাগুর |
সন্ধ্যে হ'লে সেজেগুজে বেরোই হয়ে ফিটফাট
শার্টপ্যান্ট গুঁজে পড়ি ,পায়েতে বুট নিউকাট |
ফিসফাস করে লোকে কানে আসে কথা
বয়েস হলেও এখনো কেমন শিরদাঁড়াটা সোজা |
টাটকা জিনিস খেয়েছে তাই এখনো আছে এমন
এখন তো সবই ভেজাল দেশের নেতা যেমন |
এদিকে ওদিকে ঘুরেফিরে রাতে বাড়ি ফিরি
টিভির সামনে বসে দেখি দেশের কেমন ছিরি |
রাতের খাওয়া শেষ করে বিছানায় যাই শুতে
শুরু হয় বেজায় কাশি ,গলা খুসখুসে |
পাশের থেকে আওয়াজ আসে বুড়ো কেশে জব্দ
পাড়ার লোকের ঘুম হারাম এমন বিকট শব্দ |
মাঝে মাঝে হাঁচি হয় জীবন গেলে বাঁচি
দেওয়ালের টিকটিকি টাও বলে সত্যি হাঁচি |
- বরুণ বন্দ্যোপাধ্যায়
ছবিঃ সৌজন্যে ইন্টারনেট
১৮ই ফেব্রুয়ারি ২০২৩