আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    অবাধ নির্বাচনের জন্য সকলকে ধন্যবাদ জ্ঞাপন বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য'র

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


    রাজ্যের জনগণ ভোট দিয়েছে উৎসবের মেজাজে। এর জন্য ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সকল ভোটারদের অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতীয় জনতা পার্টির নির্বাচনী কার্যালয়ে আয়োজন করা হয় এক সাংবাদিক সম্মেলনের। সাংবাদিকদের মুখোমুখি হয়ে দলের প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য নির্ভীকতা এবং দক্ষতার সঙ্গে সুষ্ঠু এবং অবাধ নির্বাচন পরিচালনা করা এবং তাদের সক্রিয় ভূমিকা জন্য নির্বাচন কমিশনকেও ধন্যবাদ জ্ঞাপন করেন।

    পাশাপাশি আরক্ষা প্রশাসনকেও ধন্যবাদ জ্ঞাপন করা হয়। এদিকে দলীয় কর্মীরা যারা গত ছয় মাস ধরে নির্বাচনের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন তাদেরকেও ধন্যবাদ জানান তিনি। পৃষ্ঠাপ্রমুখ থেকে শুরু করে বুথ কমিটি, ওয়ার্ড কমিটি, শক্তি কেন্দ্র, মন্ডল কমিটি, অঞ্চল কমিটি, জেলা কমিটি, রাজ্য কমিটি, প্রত্যেক কার্যকর্তাকে ধন্যবাদ জানার তিনি সর্বোপরি সকল অংশের মানুষকে ধন্যবাদ জানান তিনি।
    রাজীববাবু বলেন, এটা একটা ঐতিহাসিক দিন। কারণ বিগত দিনে এরাজ্যে নির্বাচনকে প্রহসনে পরিণত করা হত। বিগত দিনের নির্বাচনগুলোতে ভোট ট্র, সায়েন্টিফিক রিগিং একটা সাধারণ বিষয় ছিল। প্রথম বারের মত রাজ্যে কোনো ঘটনা ছাড়া রাজ্যে বিধানসভা নির্বাচন সম্পন্ন হয়েছে। তিনি বললেন, সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে ভারতীয় জনতা পার্টির সরকার পুনঃপ্রতিষ্ঠিত হবে।


    আরশিকথা ত্রিপুরা সংবাদ


    ছবিঃ সুমিত কুমার সিংহ

    ১৬ ফেব্রুয়ারি ২০২৩
     

    3/related/default