আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    একুশ মানে ..... দিলীপ কুমার দাস, ত্রিপুরা

    আরশি কথা

    একুশ মানে .....


    একুশ মানে লাল গোলাপ আর

               শিমুল পলাশ ফুল

    একুশ মানে ফাগুন হাওয়া

               বসন্ত বকুল।

    একুশ মানে পিক-পাপিয়া

              দোয়েল শ্যামার গান

    একুশ জাগে মায়ের ভাষা

              শহীদ ভাইয়ের প্রাণ।

    একুশ মানে শিশুর হাসি

              মাতৃভাষার মান

    একুশ মানে জীর্ণ জাতির

              জাগার আহ্বান।

    একুশ মানে মাতৃ দুগ্ধ

              শিশুর চেতনা

    একুশ মানে শোষণমুক্ত

              দৃপ্ত ভাবনা।

    একুশ মানে লক্ষ প্রাণে

              আন্দোলনের ঝড়

    একুশ মানে রক্ত জবা

              দুরন্ত খবর।

    ঢাকা জাগে শিলচর জাগে

              জাগে শহীদের 'মা'

    বিশ্ববাসীর ঘরে ঘরে আজ

              একুশ চেতনা।


    -  দিলীপ কুমার দাস, ত্রিপুরা


    ছবিঃ সৌজন্যে ইন্টারনেট

    ২১শে ফেব্রুয়ারি ২০২৩

     

    3/related/default