আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ভ্যালেন্টাইন ।। কবিতা ।। দেবব্রত ঘোষ মলয়

    আরশি কথা

    ভ্যালেন্টাইন......


    বাইরে তখন অঝোর ধারা

    অকাল বৃষ্টি শীতের মাঝেই

    একটা কাঁথার কৃপণ ওমে

    কাঁপছি শুধুই যাচ্ছি কেঁপে।


    হঠাৎ মায়ের হাত বাড়ানো

    গায়ের উপর মায়ের কাঁথা

    উষ্ণ আমি কোঁকড়ানো মা

    এটাই তবে ভালোবাসা?


    পকেট ফাঁকা মাসের শেষে

    করব কি এই শেষ কদিনে

    দুঃখ মনে চমকে উঠি

    পকেট ভরা নতুন টাকা।


    দাদা এসে ধমকে বলে

    মুরোদ তো নেই কানাকড়ি

    চাইতে আমায় লজ্জা করে?

    বুঝি এটাই ভালোবাসা।


    সকাল থেকেই বেজার মুখে

    এ চাকরিটাও ফস্কে গেল

    বেঁচে থেকে লাভ কি তবে

    বয়স ক্রমেই বাড়তে থাকে।


    বন্ধু এসে হাতটা ধরে

    ভাবিস কেন, আমার অফিস

    লোক নিচ্ছে বায়ো পাঠা

    এটাই তবে ভালোবাসা।


    ভালোবাসার দিন হয় না

    ভালোবাসা বুকেই থাকে

    মা বোন বউ বন্ধু দাদা

    ভালোবাসার অনেক মানে।


    সেই তো প্রেমিক বা প্রেমিকা

    যে এসব নিয়েই ভালোবাসে

    সুখে যেমন জড়িয়ে থাকে

    দুঃখ হলেও বুকে টানে।


    তখন, সব দিনটাই ভ্যালেন্টাইন ...


    -  দেবব্রত ঘোষ মলয়


    ছবিঃ সৌজন্যে ইন্টারনেট

    ১৪ ফেব্রুয়ারি ২০২৩

     

    3/related/default